ঝিনাইদহে ৮ হাজার পিস নেশার টাপেনটাডল ট্যাবলেটসহ আল-আমিন মোল্লা (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে ঝিনাইদহ পৌরসভার আরাপপুর থেকে ডিবি পুলিশের এক আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক আল-আমিন মোল্লা (২৫) কুষ্টিয়া জেলার মিরপুর থানার চিথলিয়া গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে।
ওসি শাহীন উদ্দীন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাতে নিষিদ্ধ নেশার ট্যাবলেট ঝিনাইদহ অভিমুখে আসছে। এরপর শহরের আরাপপুর বাগমারা ব্রিজে তারা চেকপোস্ট বাসায়। এরপর বিভিন্ন বাসে তল্লাশি চালানেরা একপর্যায়ে তালুকদার পরিবহন নামক বাসে আল-আমিন মোল্লাকে সন্দেহ হয়। এরপর তারা তার ব্যাগ তল্লাশি করে ৮ হাজার পিস নেশার ট্যাবলেট জব্দ করে। এরপর তাকে আটক করে ডিবি কার্যারয়ে নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, এ ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। আটক আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।