বিরামপুরে ৮০ পিস ফেন্সিডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

দিনাজপুরের বিরামপুরে ৮০ পিস ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার মুন্নাপাড়া ব্রীজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


আজ রোববার (১১জুন) সকালে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। রিপন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।


গ্রেপ্তারকৃত আসামি হলেন, উপজেলার উত্তর কাটলা গ্রামের মৃত. বদিউজ্জামানের ছেলে রিপন ওরফে রোস্তম (৪০)। বিষয়টি নিশ্চিত করছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত।


পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্নাপাড়া ব্রীজ দিয়ে মাদক যাচ্ছে এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় একাধিক মাদক মামলার আসামি রিপন ওরফে রোস্তমকে আটক করা হয়। এসময় তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মুড়ানো ৮০ পিস ফেন্সিডিলসহ একটি এ্যাপাসি মোটরসাইকেল পাওয়া যায়। 


বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রিপনকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, রিপনের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব