বগুড়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

বগুড়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় সুমাইয়া আকতার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এসময় আঞ্জুয়ারা নামের আরেক নারী আহত হয়েছেন।


সোমবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের ফনির মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।


সুমাইয়া কর্নপুর পুর্বপাড়ার আবু সাঈদের মেয়ে।


ফাঁড়ি ইনচার্জ তারিকুল ইসলাম জানান, সুমাইয়া তার ফুপু আঞ্জুয়ারার সঙ্গে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী এক মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সুমাইয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আঞ্জুয়ারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


ঘাতক মাইক্রোবাসটি শনাক্ত করা যায়নি। মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। আইনগত পদক্ষেপ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব