বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা: মামলার ১ নম্বর আসামি গ্রেফতার

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

ঝিনাইদহের কালীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা মামলার ১ নম্বর আসামি সাদ্দাম হোসেনকে ময়মনসিংহের ভালুকা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।


রোববার (১৬ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করা হয়। 


আটককৃত সাদ্দাম হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।


র‌্যাব ৬ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রেন লিডার ইশতিয়াক হোসেন জানায়, যুবক মেহেদি হত্যা মামলার ১ নম্বর আসামি সাদ্দাম হোসেন ভালুকা থানা এলাকার এক আত্মীয় বাড়িতে অবস্থান করছে এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার বিকেলে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করে র‌্যাব।


উলে­খ্য-গত ০৯ জুলাই রাত ১২ টার দিকে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের যুবক মেহেদীকে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সাদ্দাম ও তার ভাই আকরাম হোসেন। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের মা সাবিয়া খাতুন বাদী হয়ে ২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার দিনই পুলিশ প্রধান আসামি আকরামকে গ্রেফতার করে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব