অবশেষে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দয়রা জজ আদালতের নাজিরকে

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের  নাজির মো. মুমিনুল ইসলামকে চাঁদপুর জেলা জজ আদালতে বদলি করা হয়েছে। 

বুধবার  তাকে বদলি করে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমাম প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে তাকে প্রশাসনিক কারণে বদলির কথা বলা হয়েছে।


বিচারক মোহাম্মদ ফারুক এবং নাজির মুমনিুল ইসলামের অপসারণ দাবি করে আসছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। নাজিরকে বদলির মাধ্যমে তাদের দাবি আংশিক মানা হলো।


এদিকে  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীর নতুন করে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের এ কর্মসূচি শুরু হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ  শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচারক ( জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের অপসারণ এবং আদালতের নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে আদালত বর্জন করে আসছিলেন জেলা বারের আইনজীবীরা।


একপর্যায়ে জেলা ও দয়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রেখে বাকি সব আদালতের কার্যক্রমে অংশ নেওয়া শুরু করেন আইনজীবীরা। 


এদিকে বিচারকের সঙ্গে অশালীন আচরণ ও বিচারকের বিরুদ্ধে স্লোগান দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া বারের সাভাপতি- সম্পাদকসহ ২৪ জন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব