রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোঃ মাসুদ (৪৮) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১।
মাসুদ গাজীপুরের কালিগঞ্জ উপজেলার মোঃ সোবাহান এর ছেলে।
শনিবার (৭ জুলাই) রাতে র্যাব-১সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার মাসুদকে ক্যান্টনমেন্ট এলাকার মানিকদির নামাপাড়া আদর্শ বিদ্যানিকেতন বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে। তার নামে গাজীপুর আদালতে মামলা ছিল। সেই মামলায় তার সাজা হয়। যাবজ্জীবন সাজা দেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। কিন্তু তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।