নওগাঁর আত্রাইয়ে মনিয়ারি ইউনিয়ন চেয়ারম্যান সম্রাট হোসেনের ভাই ভাই ট্রেডার্সকে (পুরাতন ব্যাটারি গলিয়ে শিশা বের করার কারখানায়) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া গ্রামের পার্শ্বে রাস্তা সংলগ্ন স্থানে ওই কারখানায় এই অভিযান চালেনো হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস।
তিনি জানান, পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এলাকাবাসীর এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে ওই কারখানায় অভিযান চালাই। অভিযানকালে ১ প্লেট শিশা ৫টি পুরাতন ব্যাটারি জব্দ করা হয়। সেইসঙ্গে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ধারা ১৫(১)-এর ৬ ধারায় দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক মলিন মিঞা ও পরিদর্শক উত্তম রায় উপস্থিত ছিলেন।