পার্বতীপুরে ভূমি দস্যুর ছূরিকাঘাতে এক বৃদ্ধ নিহত

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

পার্বতীপুরের পলাশবাড়ী ইউপির ডাঙ্গারহাটে ভূমি দস্যুর ছূরিকাঘাতে এক বৃদ্ধ নিহত।


২৩ জুন (শুক্রবার) সকাল ১১টায় দিনাজপুরের (ধোবাকল পাইকপাড়ায়) এ ই নিহতের ঘটনা ঘটে। মাত্র ৩০শতক আবাদি জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত।


এলাকাবাসী সুত্রে জানা গেছে,মাত্র ৩০শতক আবাদি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলে আসছিলো।প্রতিপক্ষ ভূমিদস্যু গংরা কোন কুল-কিনারা না পেয়ে সঙ্ঘবদ্ধ হয়ে ঐ জমি দখলের চেষ্টা করে। এরেই জেরে এই ঘটনার সূত্রপাত।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে,নিহত আবু বক্কর সিদ্দিক (৭৫)জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ তৈমুরের হুকুমে-মহিবুল,মিলন,জাকির ও তাদের পিতা হাদিকুজ্জামানের সঙ্গে ওই জমির দখলকে কেন্দ্ৰ করে সংঘর্ষের সৃষ্টি হয়।এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ আবু বকর সিদ্দিককে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।তাকে বাঁচাতে গিয়ে আপন ছোট ভাই আবুল কাশেম তিনিও গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ আবু বক্কর ও ছোট ভাই আবুল কাশেমকে পার্বতীপুর হলদিবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ আবু বক্করকে মৃত ঘোষণা করেন।


এব্যাপারে নিহতের একমাত্র ছেলে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এবিষয়ে কথা হলে থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জনান,আসামিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।তারা সবাই পলাতক রয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব