স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়েরসহকারী শিক্ষক মিজানুর রহমান মুকু (৪৭) হত্যা মামলায় দুইটি দেশীয় সক্রিয় ওয়ান শুটারগান ও দুইটি ককটেল বোমাসহ আরো ৩জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
শিক্ষক হত্যায় গ্রেফতার সন্ত্রাসীরা হল পাংশা থানার নাওড়া বনগ্রাম (নতুনপাড়া) গ্রামের মন্টু শিকদারের ছেলে সজীব শিকদার(২০), শেখ পাড়ার নুর আলী মন্ডল উরফে নুর আলমের ছেলে মোঃ রাসেল মন্ডল (২০), কোলা নগর গ্রামের সোহরাব শেখের ছেলে মোঃ রমজান শেখ(৪০)।
রবিবার (৭মে) রাজবাড়ী সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা পাংশা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য নিশ্চিত করেন।
গত (৩০এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে হত্যার শিকার হন সহকারী শিক্ষক মিজানুর রহমান মুকু। ওই ঘটনায় নিহতের স্ত্রী শাহানারা বেগম পাংশা মডেল থানায় অজ্ঞাত আসামী করে মামলা করলে। গত (৫মে)এই হত্যা মামলায় জড়িত ৫জন সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।
এরই ধারাবাহিকতায় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সার্বিক দিক নির্দেশনায় পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহার তত্ত্বাবধানে অভিযান। শনিবার (৬মে) পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান ও অন্যান্য অফিসারবৃন্দ রাতে পাংশা থানার বিভিন্ন এলাকায় এক সাড়াশি অভিযান পরিচালনা করিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে।