রহনপুর সীমান্তে এক মাদক ব্যবসায়ী আটক

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

সীমান্ত হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত বেলাল বাজার মোড় নামক স্থান হতে ০১ জন আসামীসহ ১০ গ্রাম হেরোইন এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট আটক প্রসংগে-নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)


অদ্য ০৯ জুন ২০২৩ তারিখ আনুমানিক ১৩২০ ঘটিকায় সিভিল সোর্স এবং বিআইপি সদস্যের তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপি’র নম্বর-৬৭৭২০ নায়েক মোঃ নওশান আক্তার এর নেতৃত্বে বিওপি হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ উত্তর পশ্চিম দিকে এবং সীমান্ত হতে আনুমানিক ০৭ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে *বেলাল বাজার মোড় নামক স্থানে (জিআর-২২৭৪০৩ এমএস ৭৮ ডি/৫) অভিযান পরিচালনা করে মোঃ মাসুদ রানা (৩৭) পিতা-মোঃ আলাউদ্দিন, গ্রাম-মিরাতলী গোলাপবাজার, পোষ্ট-আড়গাড়াহাট, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে ভারতীয় হেরোইন ১০ গ্রাম এবং ইয়াবা ট্যাবলেট ১১ পিসসহ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য (হেরোইন-২০,০০০/- + ইয়াবা-৩,৩০০/-) = ২৩,৩০০/- (তেইশ হাজার তিনশত) টাকা (ছবি সংযুক্ত) আটককৃত মাদকদ্রব্যসহ ধৃত আসামীকে গোমস্তাপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব