স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীর বিভিন্ন থানায় করা ডায়রির ভিত্তিতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৪০ টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ । সেই সাথে প্রকৃত মালিকের নিকট মোবাইল ফোনগুলো হস্তান্তর করা হয়েছে। ফোন হাতে পেয়ে মহা খুশি মোবাইল ফোন মালিকরা।
বৃহস্পতিবার (২৫মে) দুপুরে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান সংবাদ সম্মেলন করে প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন গুলো তুলে দেন।
ওইসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইফতেখারুজ্জামান প্রমুখ।