পড়াশোনার জন্য চাপ দেওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা !

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

রাজধানীর খিলগাঁওয়ে পড়াশোনার জন্য চাপ দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে জাহিদুল ইসলাম(১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।


সোমবার(২৯ মে) সকালে থানার ভূইয়া বাড়ি রোড এলাকার বাসা থেকে ঐ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে খালেক দারোগার গলির পাঁচ তলা একটি বাসায় যাই। সেখানে ডাইনিং রুম থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।


তিনি আরও বলেন, জাহিদুল ইসলাম বনশ্রীর একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বাবা-মা লেখাপড়া করানোর জন্য শাসন করায় জেদ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।


পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে তারা ভুইয়াবাড়ি রোডের দারোগাবাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতো। তাদের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানা এলাকায়। সে আব্দুর রহিমের ছেলে ছিল।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব