রাজবাড়ীতে হেরোইন, ইয়াবাসহ একাধিক মামলার স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সম্পাদকীয় 3 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ 

রাজবাড়ীতে ১৬৩গ্রাম হেরোইন, ৯৬ পিচ ইয়াবাসহ, অস্ত্র ও একাধিক মামলার আসামী গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ শাহীন (৩৪) কে গ্রেফতার করা হয়েছে। তিনি গোয়ালন্দ থানার উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়ার মৃত আক্কাস শেখের ছেলে। বর্তমান দৌলতদিয়া বাজার এলাকাস্থ পান্নু মোল্লার বাড়ীর ভাড়াটিয়া।


রবিবার (৭মে) রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ইফতেখারুজ্জামান এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।


জেলার গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে অফিসার ফোর্সের সদস্যরা শনিবার (৬মে) বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ তাকে গ্রেফতার করে। অভিযানে  উত্তর দৌলতদিয়া বাজার এলাকার পান্নু মোল্লার বাড়ীর ভাড়াটিয়া শেখ শাহীন এর শয়ন কক্ষের সোফার ফোমের নিচ হতে হেরোইন ও ইয়াবাসহ  শেখ শাহীন (৩৪) কে গ্রেফতার করা হয়।


এ সংক্রান্তে থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।


এছাড়াও আসামীর বিরুদ্ধে  একটি অস্ত্র, একটি মাদক মামলাসহ মোট চারটি  মামলা রয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব