ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে

সম্পাদকীয় 4 months ago প্রচ্ছদ

রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে। 


বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। এসময় এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা থানার পরিদর্শক আবু আরছার শামসুজ্জামানকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। শামসুজ্জামান মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পরে বলে সেখানে উল্লেখ করা হয়েছে।


এদিন আদালতে আইনজীবী প্রমান্ত কুমার কর্মকার শামসুজ্জামানের জামিন চেয়ে আবেদন করেন। 


স্বাধীনতা দিবসে করা একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার আরেকটি মামলা দায়ের করেন। তবে সে মামলায় এ পর্যন্ত কোন আবেদন আদালতে জমা হয়নি। 


প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামে এক ব্যাক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকার সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান সামন, সহযোহী ক্যামেরাম্যান এবং আজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামি করা হয়েছে।


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব