ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ ইয়ামিন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেন ইলিশা ফাঁড়ি পুলিশ।
রোববার (১লা মে) ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের (ইলিশা পুলিশ ফাঁড়ি) ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে এ এস আই সুজন মাঝিসহ পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত ইয়ামিন হলেন ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
গ্রেফতারকৃত মাদক কারবারি ইয়ামিনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন করেছে ।