ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফ্যাশন হার্ট নামক ডিপার্টমেন্টাল স্টোরসহ তিনটি দোকান পুড়ে ছাই। এতে প্রায় সোয়া কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিকরা ।
গতকাল রাত সোয়া একটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা । এ ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরমধ্যে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান ও দোকানের সকল মালামাল।
ফ্যাশন হার্ট নামক ডিপার্টমেন্টাল স্টোরসহ বাকি দুটি দোকান হলো, ফ্রিজ এয়ারকন্ডিশন সার্ভিস সেন্টার ও একটি টেলিভিশন সার্ভিস সেন্টার ।
বিভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো তা সঠিক বলতে না পারলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।