স্বপন বিশ্বাস,
রাজবাড়ীঃ
রাজবাড়িতে এই প্রথম ১৪ গ্রাম 'আইস' মাদকদ্রব্যসহ এ কে এম ফজলে রাব্বি(৩১) নামে একমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার( ২৬মার্চ) গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম রবিবার( ২৬মার্চ) জেলা শহরের সজ্জনকান্দা বড় মসজিদ এলাকায় কাজী আলাউদ্দিন এর পঞ্চম তলা বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে। ওইসময় বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ফ্লাট থেকে আইসসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ঔ বিল্ডিংয়ের ভাড়াটিয়া।
গ্রেফতারকৃত আসামী হলেন ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পশ্চিম পশরা গ্রামের মোঃ মাইনুদ্দিন মোল্লার ছেলে।