ল নিউজ২৪. কম: বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে আইনপেশা পরিচালনার জন্য বাংলাদেশ বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উর্ত্তীন হয়েছেন ৩ হাজার ৫২ জন আইনজীবী।
শনিবার( ১৩ আগস্ট) বার কাউন্সিলের ওয়বেসাইডে (www.barcouncil.gov.bd) এ ফলাফল প্রকাশ করা হয়েছে।
এ ফলাফল ঘোষনা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন ও বার কাউন্সিলের নির্বাচিত অন্যান্য সদস্য গন উপস্থিত ছিলেন।