স্বপন বিশ্বাস,
রাজবাড়ী থেকে,
রাজবাড়ীতে বড় ভাই সালাহউদ্দিন খানকে হত্যার অভিযোগে ছোট ভাই জিলাল খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ মার্চ) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমীন আসামি জিলাল খানের উপস্থিতে এই রায় দেন বলে জানা যায়।
মামলা সূত্রে জানা যায়, আম পাড়াকে কেন্দ্র করে ২০১৪সালে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়, এরপর নিহতের স্ত্রী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন। ঘটনাটি ঘটেছিল জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে।