নেত্রকোনার কলমাকান্দা থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. সালমান শাহকে (২৪) গ্রেফতার করেছে র্যাব-৩। শুক্রবার ২ জুন দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেফতারকৃত সালমানের নামে নেত্রকোনার কলমাকান্দা থানায় গত ১৭ ডিসেম্বর একটি ধর্ষণ মামলা করা হয়। মামলার পর থেকে তিনি নেত্রকোনা, ময়মনসিংহ ও রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন। তার নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।