নেত্রকোনায় ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাব

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

নেত্রকোনার কলমাকান্দা থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. সালমান শাহকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৩। শুক্রবার ২ জুন দিনগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


শনিবার (৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।


তিনি জানান, গ্রেফতারকৃত সালমানের নামে নেত্রকোনার কলমাকান্দা থানায় গত ১৭ ডিসেম্বর একটি ধর্ষণ মামলা করা হয়। মামলার পর থেকে তিনি নেত্রকোনা, ময়মনসিংহ ও রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন। তার নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব