ভোলার চরফ্যাশন উপজেলায় (চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের কাশেমগঞ্জ বাজারের উত্তর পাশে) আবির এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পথচারী ও আহত যাত্রীদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। তারা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। নিহত পথচারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।