ভোলা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশ

সম্পাদকীয় 6 months ago আইনজীবী সমিতি নির্বাচন

ভোলা জেলা আইনজীবী সমিতির  কার্য নির্বাহী কমিটি গঠন নির্বাচন ২০২৩-২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে শনিবার ( ২৮ জানুয়ারি)।


সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে বিএনপি প্যানেলের নির্বাচিত হয়েছেন ০৭ জন । আওয়ামী লীগ প্যানেলের নির্বাচিত হয়েছেন ০৬ জন।

 

নির্বাচনে বিজয়ীরা  হলেন- অ্যাডভোকেট আলহাজ্ব মো. ছালাহ্ উদ্দিন হাওলাদার (সভাপতি), অ্যাডভোকেট আলজাজ্ব মো. আবুল কাসেম (সহ-সভাপতি ১ম), অ্যাডভোকেট  মো. ইউসুফ (সহ-সভাপতি ২য়), অ্যাডভোকেট মো. ইফতারুল হাসান শরীফ ( সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট মো. মামুনুর রহমান (সহ-সাধারণ সম্পাদক ১ম), অ্যাডভোকেট মোজবাউল আলম ( সহ-সাধারণ সম্পাদক ২য়),  অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা (অর্থ- সম্পাদক), অ্যাডভোকেট মাহবুবুর রহমান (৩)(ধর্ম ,ক্রীড়া ও সাংস্কৃৃতিক সম্পাদক), অ্যডভোকেট মো. বাবুল হাসান ( পাঠাগার সম্পাদক ১ম), অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ২ (পাঠাগার সম্পাদাক ২য়), অ্যাভোকেট মাওদুদ আলম টুটুল (সদস্য ১ম), অ্যাডভোকেট ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স ( সদস্য ২য়), মো. ইউসুফ ২ ( সদস্য ৩য়)


নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাাব আলী হায়দার কামাল সহ আরো সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব