ভোলা জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটি গঠন নির্বাচন ২০২৩-২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে শনিবার ( ২৮ জানুয়ারি)।
সভাপতি
ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে বিএনপি প্যানেলের নির্বাচিত হয়েছেন ০৭ জন । আওয়ামী
লীগ প্যানেলের নির্বাচিত হয়েছেন ০৬ জন।
নির্বাচনে
বিজয়ীরা হলেন- অ্যাডভোকেট আলহাজ্ব মো. ছালাহ্
উদ্দিন হাওলাদার (সভাপতি), অ্যাডভোকেট আলজাজ্ব মো. আবুল কাসেম (সহ-সভাপতি ১ম), অ্যাডভোকেট মো. ইউসুফ (সহ-সভাপতি ২য়), অ্যাডভোকেট মো. ইফতারুল
হাসান শরীফ ( সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট মো. মামুনুর রহমান (সহ-সাধারণ সম্পাদক ১ম),
অ্যাডভোকেট মোজবাউল আলম ( সহ-সাধারণ সম্পাদক ২য়), অ্যাডভোকেট মোহাম্মদ তোয়াহা (অর্থ- সম্পাদক), অ্যাডভোকেট
মাহবুবুর রহমান (৩)(ধর্ম ,ক্রীড়া ও সাংস্কৃৃতিক সম্পাদক), অ্যডভোকেট মো. বাবুল হাসান ( পাঠাগার সম্পাদক ১ম), অ্যাডভোকেট মাহাবুবুর
রহমান ২ (পাঠাগার সম্পাদাক ২য়), অ্যাভোকেট মাওদুদ আলম টুটুল (সদস্য ১ম), অ্যাডভোকেট
ছালাউদ্দিন আহম্মেদ প্রিন্স ( সদস্য ২য়), মো. ইউসুফ ২ ( সদস্য ৩য়)
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাাব আলী হায়দার কামাল সহ আরো সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।