সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তফসিল ঘোষনা

সম্পাদকীয় 6 months ago আইনজীবী সমিতি নির্বাচন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ ও ১৬ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সমিতির সম্পাদক মো. আবদুন নূর দুলাল এ তফসিল ঘোষণা করেন। 


নির্বাচনী তফসিল অনুযায়ী আজ থেকে আগাামী ৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 


আগামী ৮ মার্চ বিকাল ৫টার মধ্যে মানোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়। 


কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি, কোষাধ্যক্ষ পদে ১টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদ সহ সর্ব মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব