চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ফলাফল ঘোষণা

সম্পাদকীয় 6 months ago আইনজীবী সমিতি নির্বাচন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি)  দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘোষণা করা হয়।


চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে আওয়ামী লীগ- সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয় পেয়েছে। সভাপতিসহ ৯টি পদে  বিএনপি জামায়াত-সমর্থিত ঐক্য পরিষদ জয় পেয়েছে।


গতকাল (১২ ফেব্রুয়ারি) ৯টা থেকে সমিতির মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়। সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।


সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচন হয়। নির্বাচনে সম্পাদকীয় পদ ১০টি, নির্বাহী সদস্য পদ ১১ টি। নির্বাচনে সমন্বয় পরিষদ ও ঐক্য পরিষদের মোট প্রার্থী ছিলেন ৪২ জন।


নির্বাচনে বিজয়ীরা  হলেন-

         অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী (সভাপতি), অ্যাডভোকেট  এ এস এম বজলুর রশিদ (সাধারণ  সম্পাদক), অ্যাডভোকেট মো. সেকান্দর চৌধুরী (সিনিয়র সহ-সভাপতি), অ্যাডভোকেট  আবদুল হক ( সহ-সভাপতি), অ্যাডভোকেট মোহাম্মদ ইমরান ( সহ-সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট মোশারফ হোসাইন ( অর্থ সম্পাদক), অ্যাডভোকেট মোহাম্মদ ফখরুল ইসলাম (পাঠাগার সম্পাদক), অ্যাডভোকেট মো. খোরশেদ আলম (সাংস্কৃতিক সম্পাদক), অ্যাডভোকেট মো. ওমর ফারুক (ক্রীড়া সম্পাদক), অ্যাডভোকেট অলি আহমদ (তথ্য ও প্রযুক্তি সম্পাদক)।


এছাড়া নির্বাহী সদস্যের ১১টি পদের মধ্যে ৬টিতে সমন্বয় পরিষদ ও ৫টিতে ঐক্য পরিষদ জয় লাভ করেছে। 


নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার কুমার রায় সহ আরো সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব