ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বুধবার ২২ ফেব্রুয়ারি । একইভাবে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ২য় দিনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ২৩টি পদের বিপরীতে বিএনপি-জামায়াত সমার্থিত নীল প্যানেলের ২৩ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছের এ নির্বাচনে।
দুই দিনব্যাপি এ নির্বাচনে ১ম দিনের ভোটগ্রহন শুরু হয়েছে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টায়। এক ঘন্টার জন্য বিরতি দিয়ে ভোটগ্রহণ শেষ হবে বিকার ৫টায়। একইভাবে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হবে এবং বিকাল ৫টায় শেষ হবে। এরপর ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু। তিনি বলেন, গত নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দিয়েছি। এবারও প্রার্থী ও ভোটারদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উপহার দেব।