নেত্রকোনা উদীচীর কার্যালয়ে বোমা হামলার মামলায় জেএমবির সদস্য ইউনুসের ফাঁসি বহাল

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

২০০৫ সালে নেত্রকোনা উদীচীর কার্যালয়ে বোমা হামলার মামলায় জেএমবির সদস্য ইউনুস আলীর ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। 


বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপির বেঞ্চে এ রায় দেন। 


২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনায় উদীচীর কার্যালয় বোমা হামলার ঘটনা ঘটে। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি বিচারিক আদালত এ ঘটনায় করা মামলায় আসাদুজ্জামান পনির, সালাউদ্দিন সোহেল ও  ইউনুস আলীর ফাঁসির রায় দেয়।  


এ মামলায় অপর আসামি সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও আতাউর রহমান সানির ফাঁসি কার্যকর হওয়ায় এই দুইজনকে অব্যাহতি দেওয়া হয়। 


পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে ১০১৪ সালের ৩১ জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন।


হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। 


এর মধ্যে শুনানি শেষে ২০১৬ সালের ২৩ মার্চ সালাউদ্দিন সোহেলের আপিল খারিজ করে ফাঁসি বহাল রাখেন অপিল বিভাগ। পরে এ রায় রিভিউ করেন পনির। সেটিও ২০১৬ সালের ১৪ নভেম্বর খারিজ হয়ে যায়। পরে আনুষ্ঠানিকতা শেষে ২০২১ সালের ১৫ জুলাই গাজীপুরের কাশিমপুর হাই ‍সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। 


পনির ময়মনসিংহের ফুলবাড়িয়ার কানাই করস্থানের ফজলুল হক চৌধুরীর ছেলে। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব