শোক দিবসে পাকুন্দিয়ায় আওয়ামী লীগের ২ গ্রুপের ধাওয়া পাল্টা-ধাওয়া

সম্পাদকীয় 1 week ago প্রচ্ছদ

কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে  স্থানীয় সাংসদ নুর মোহাম্মদ  ও সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের  আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

 

গতকাল মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার হোসেন্দী বাজারে সাংসদ নূর মোহাম্মদের সমর্থক আমজাদ হোসেন সবুজের নেতৃত্বে মহড়া দেওয়া হয়। এ সময় হোসেন্দী বাজারে অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেন তারা।


জাতীয় শোক দিবস উপলক্ষে দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান সোহরাব উদ্দিন। পরে সেখানে শ্রদ্ধা জানিয়ে পাটুয়াভাঙ্গা দরগা বাজার নিজ বাসায় এলাকায় ফিরছিলেন সোহরাব উদ্দিন। এ সময় হোসেন্দী বাজারে বর্তমান এমপির সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

 

অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের অনুসারী হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিমেল মিয়া বলেছেন, ‘প্রোগ্রাম করে বাড়ি ফেরার পথে নুর মোহাম্মদের সমর্থকরা আমাদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে। এ সময় ছাত্রলীগ কর্মী আশিক মাথায় আঘাত পেয়ে আহত হয়েছে।


এ বিষয়ে নুর মোহাম্মদের অনুসারী হোসেন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সবুজ বলেছেনন, ‘সাবেক এমপির অনুসারীরা ফুল দিয়ে ফেরার পথে হোসেন্দী বাজারে আমাদের ওপর হামলার চেষ্টা করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।’


পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন বলেন, খবর পেয়ে ততক্ষণাৎ গিয়েছেন  তবে সেখানে গিয়ে কাউকে পাননি।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব