একুশে বইমেলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করায় ছাত্রলীগের দুই নেতা কারাগারে

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

একুশে বইমেলায় ঘুরতে আশা দর্শনার্থীদের কাছে চাঁদাবাজির ঘটনায় রাজধানীর শাহাবাগ থানার মামলায় ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত । 


শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মোট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে তাদের কারাগারে পাঠানোর আদেশ  দেন ।


কারাগারে পাঠানো দুই ছাত্রলীগ নেতা হলেন:- মাস্টারদা সূর্য সেন হলের ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমিনুল আসলাম ইমন ও বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহরুল হক হলের ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন।


আদালতের  শাহাবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক নিজাম উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার  আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক দীপক বালা। এর সময় আসামি ইমনের পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তার জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আাদালত। একইসঙ্গে দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি বাদীসহ তার বন্ধুরা সোহরাওয়ার্দী উদ্যানের অমর একুশে বইমেলায় ঘুরতে যান। এর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের গেটে যান। তখন আসামি রবিন ইমন নিজেদের পুলিশ পরিাচয় দিয়ে তাদের তল্লাশি শুরু করেন। এসময় তাদের সবার ম্যানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন আসামিরা । বাদীসহ তার বন্ধুরা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে দুই আসামিকে আটক করে। এ ঘটনায় শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব