আদর্শ প্রকাশনীর রিটের শুনানি আজ

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল বরাদ্ধ না দেয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা রিটের শুনানি আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। 


সোামবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক।


এর আগে গত ২ ফেব্রুয়ারি বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈদতা চ্যালেঞ্জ করে রিট দায়েল করা হয়। রিটে বইমেলায় আদর্শ প্রকাশনীর জন্য স্টল বরাদ্দ চাওয়া হয়। 


আদর্শ প্রকাশনীর স্বত্বাধিকারী মো. মাহাবুবুর রহমান বাদী হয়ে ‍রিটটি দায়ের করেন।


রিট আবেদনে আদর্শ প্রকাশনীরকে স্টল বরাদ্দ  না দেওয়া কেন অবৈধ ঘোষণা হবে তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে দ্রুত প্রকাশনা সংস্থাটি স্টল বরাদ্দ দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।


রিটে বাংলা একাডেমির মহাপরিচালক ও সভাপতিসহ চার জনকে বিবাদী করা হয়।


রিট আবেদনে বলা হয়েছে, শুধু একটি বইয়ের জন্য কাগজে কলমে মেলায় পুরো প্রকাশনীর অংশগ্রহন বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ সেই বইটি ব্যান্ড বা ব্লাক লিস্টেড নয়। তাদের এমন সিদ্ধান্তের বাংলা একাডেমি আইন ২০১৩ অনুযায়ী কোনো বৈধতা নেই। একইসঙ্গে প্রতি বছর একাডেমি থেকে যে নীতিমালা করা হয় তারও ব্যত্যয় ঘটিয়ে সিদ্ধান্ত দিয়েছে বাংলা একাডেমি। তাদের এমন সিদ্ধান্ত সংবিধানের বাকধানের বাকস্বাধীনতার বিরোধী।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব