ফৌজদারি মামলায় সরকারি সাক্ষীদের ভাতা দিতে নতুন খাত তৈরির নির্দেশনা

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

ফৌজদারি মামলায় সরকারি সাক্ষীদের ভাতা দেওয়ার জন্য নতুন অর্থনৈতিক কোড/খাত সৃজন এবং এই খাতে অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করতে নিম্ন আদালতের প্রতি নির্দেশনা পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান বিষয়ে সার্কুলার জারি করেছেন।

 

শনিবার ( ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে তথ্য জানা গেছে।

 

সার্কুলারে বলা হয়েছে, ফৌজদারি মামলায় সরকারি সাক্ষীদের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী অন্যান্য সরকারি সাক্ষীরা তাদের  সাক্ষ্য প্রদানের জন্য আদালতে যাতায়াত দৈনিক ভাতা (টিএডিএ) না পাওয়ায় আদালতে সাক্ষ দিতে আসতে আগ্রহী হন না ফলে তাদের আদালতে বিচারাধীন ফৌজদারি মামলায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের সাক্ষ্য প্রদানের জন্য আাদালতে উপস্থিত করণার্থে তাদের যাতায়াত দৈনিক ভাতা (টিএডিএ) প্রদান করা আবশ্যক।

 

২। Code of Criminal Procedure এর ৫৪৪ ধারায় উল্লেখ রয়েছে Of Expenses of complaints and witnesses544. Subject to any  rules made by the Government, any Criminal Court may, if it thinks fit, order payment, on the part of Government, of the reasonable expenses of any complainant or witness attending for the purposes of any inquiry, trial or other proceeding before such court under this code.  (পতাকা-ক)।

 

৩। ইতোপূর্বে দায়রা আদালাত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দিষ্ট্র অর্থনৈতিক কোড সাক্ষীর খরচের জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করতো এবং তৎমতে সাক্ষীদের তা প্রদান করা হতো। বর্তমানে  এরকম কোনো অর্থনৈতিক (কোড) না থাকায় তা প্রদান করা সম্বব হচ্ছে না।

 

৪। বর্ণিতাবস্থায়, আদালত/ট্রাইব্যুনাল কর্তৃক সাক্ষীর যাতায়াত দৈনিক ভাতা (টিএডিএপ্রদানের আদেশ প্রদান করা হলে সেই আদালাত অথবা তার ঊর্ধ্বতন যে আদালতে সাক্ষীদের ভাতার জন্য বাজেট বরাদ্দ প্রদান করা হবে। সেই অদালত/ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট হিসাব শাখা থেকে সাক্ষ্য গ্রহণকারী আদালতের আদেশ/সার্টিফিকেটের কপি জমা প্রদান সাপেক্ষে সাক্ষী যাতায়াত দৈনিক ভাতা (টিএডিএউত্তোলন করতে পারবে। সেক্ষেত্রে জেলা দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসহ যেসব আদালত ট্রাইব্যুনালের নিজস্ব বাজেট বরাদ্দ আছে সেসব আদালত ট্রাইব্যুনালের বাজেটে সরকার কর্তৃক সাক্ষীদের খরচ বাবদ প্রয়োজনীয় নতুন অর্থনৈতিক কোড/খাত সৃজন করে প্রয়োজনীয় অর্থ  বরাদ্দ প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য এই কোর্ট পরামর্শ প্রদান করে।

 

৫। অবস্থায় এর The Code of Criminal Procedure  ৫৪৪ ধারার আলাকে অধস্তন আদালত/ট্রাইব্যুনালগুলোতে ফৌজদারি মামলায় সরকারি সাক্ষীদের সাক্ষ্য ভাতা প্রদানের জন্য নতুন অর্থনৈতিক কোড/খাত সৃজন এবং অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।

 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব