সরকারি সড়কের পাশে লাগানো ৫০ তাল গাছে কীটনাশক প্রয়োগ করায় আ.লীগ নেতাকে হাইকোর্টে তলব

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

রাজশাহীর বাগমারা উপজেলায় সরকারি সড়কের পাশে লাগানো অর্ধশত তাল গাছ নিদন করতে অভিনব কায়দায় কীটনাশক প্রয়োগ করার অভিযোগ উঠেছে স্থায়ী আওয়ামি লীগ নেতা শাহরিয়ার অলমের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শাহরিয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট।


বুধবার ( ১ ফেব্রুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।


বিষয়টির ব্যখ্যা জানতে বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের আওয়ামি লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহরিয়ার আলমকে আগামী ১২ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।


ভাষা আন্দোলনের মাসের প্রথম দিনে বাংলায় দেওয়া আদেশে আদালত বলেন, খবরে উল্লেখিত ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সবুজ বনায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা, সর্বোপরি প্রধানমন্ত্রীর বৃক্ষ রোপণের উদ্দেশ্যে অঙ্গীকারকে বিবেচনায় নিয়ে স্বতঃপ্রাণোদিত হয়ে রুল দিচ্ছি।


আদেশে আদালত আরও বলেন, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তা যৌথভাবে সরোজমিন তদন্ত করবেন। তারা উল্লেখিত তাল গাছগুলোর ছবিসহ প্রতিবেদন আগামী সাতদিনের মধ্যে আদালতে দাখিল করবেন। প্রতিবেদন দাখিলের সময় বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তাকে আদালতে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়। আদেশের কপি বিভাগীয় বন কর্মকর্তার বরাবর পাঠাতে বলেছেন আদালত।


রুলে ৫০ টি তালগাছ নিধনে কীটনাশক প্রয়োগের জন্য কেন শাহরিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্তাসহ পর্যাপ্ত ক্ষতিপূরণ নিতে নির্দেশ দেওয়া হবে না , তা জানতে চেয়েছেন আদালত। সাতদিনের মধ্যে বিবাদীদের কারন দর্শাতে বলা হয়েছে। 


গত ৩১ জানুয়ারি দৈনিক প্রথম আলোয় ৫০ তালগাছ কীটনাশক:দোষীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ কেন নয়,  ‍শিরোনামে একটি সম্পাদকীয় ছাপা হয়।


সম্পাদকীয়তে বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে নিয়োমিত মৃত্যুর ঘটনা সত্যিই আমাদের মনোযোগের আইরে থাকে। যেমন পানিতে ডুকে শিশুর মৃত্যু ও বজ্রপাতে মৃত্যু। প্রতিবছর এসব কারণে এত বেশি সংখ্যক মানুুেষর মৃত্যু হচ্ছে, তা সত্যিই উদ্বেগজনক। এ নিয়ে সরকার বা নীতিনির্ধারকদেরও বলিষ্ঠ কিছু করতে দেখা যায় না। 


নানান সময় প্রকল্প হাতে নেওয়া হলেও সেগুলোর কোনো সুফল মেলেনা, পুরোপুরি ব্যর্থই বলা যায়। বজ্রপাত নিরোধে সরকারি কর্মকর্তারা বিদেশ সফর করেছেন, কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনাকাটাও ‍বিসানোও হয়েছে । লাখ লাখ তালবীজ সংগ্রহ ও তালগাছ রোপণের কথাও বলা হয়েছে।


প্রথম আলোর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় এক দশক আগে স্থায়ী এক বৃদ্ধসহ কয়েকজন ব্যক্তি সড়কেরে উভয় পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে তাল বীজ বপন করেন। সেসব তাল গাছ বড় হয়ে এখন ছায়া দিচ্ছে। একটি তাল বীজ গাছ হয়ে উঠতে সময় লাগে এক দশক বা যুগের বেশি।


ফলে বোঝা যায়, অনেক নিষ্ঠা ও ধৈর্য নিয়ে পরিচর্যা করে তাল গাছগুলো বড় করে তুলছেন বাইগাচার সেসব উদ্যোগী মানুষ। আর আমরা অবাক হলাম, সেই গাছগুলো নিধনে বাকল তুলে সেখানে কীটনাশক প্রয়োগ করছেন শাহরিয়ার আলোম নামের স্থানীয় এক আওয়ামি লীগ নেতা। প্রকৃত ও গাছের প্রতি কী রকম নির্দয় হলে এমন কাজ করা যায়, সেটিই প্রকাশ পায় এ ঘটনায়।


এদিকে তালগাছ নিধনের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামি লীগের জেষ্ঠ সহ-সভাপতি শাহরিয়ার আলম। সংবাদটি প্রকাশ না করার জন্য প্রথম আলোর প্রতিবেদককে অনুরোধও করেন তিনি। তাল গাছের ছায়ার কারণে শাহরিয়ারের লাগানো আম গাছ ঠিকমতো বেড়ে উঠছিল না । ফলে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।


এমন অমানবিক কাজের জন্য শাহরিয়ার আলমকে আইনের আয়োতায় আনা হোক। এছাড়া বন বিভাগের স্থানীয় দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে, মরতে বসা তাল গাছগুলোকে সারিয়ে দ্রুত পদক্ষেপ নিন- যোগ করেন হাইকোর্ট।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব