রাজধানী ঢাকার গাবতলী বাস টার্মিনালের পাশে তুরাগ নদীর সীমানা দখল করে তৈরি করা বাস ট্রাক স্টান্ড উচ্ছেদ করতে সরকারের সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদেশের বিষয়টি ল নিউজ ২৪ কে নিশ্চত করে।
সোমবার (১৬ জানুয়ারি) এ বিষয়ে হিউম্যান রাইডস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এ আদেশ দেন।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, রাজধানী ঢাকার মিরপুরে গাবতলী বাস টার্মিনালের পাশে তুরাগ নদীর তীর দখল করে বাসস্ট্যান্ড তৈরি করেছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন।
দখল করা জায়গা আগামী ১৫ দিনের মধ্যে মুক্ত কেরতে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং ঢাকার জেলা প্রশাসকের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট এ বিষয়ে একটি অগ্রগ্রতি প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশও দিয়েছেন।