আজ বিকেল ৩টায় রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানা গেছে। সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা নোটিশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে অভিভাষণ প্রদান করবেন। এজন্য অনুষ্ঠানে দেশের সব বিচার বিভাগীয় কর্মকর্তাদের (চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত একজন করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদান করে) উপস্থিত থাকতে বলা হয়েছে।
এ সম্মেলন একটি সরকারি অনুষ্ঠান। ফলে অনুষ্ঠানে আগত বিচার বিভাগীয় কর্মকর্তারা বিধি মোতাবেক টিএ/ডিএ প্রাপ্ত হবেন এবং প্রাধিকারপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন। তবে যারা সরকারি গাড়ি ব্যবহার করবেন তারা টিএ পাবেন না।