শীত মৌসুম সামনে রেখে সেই সূচিতেও আবার পরিবর্তন আনা হয়েছে। এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সময়সূচিতে পরিবর্তন এনেছিল সরকার। তার আলোকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ সূচি নির্ধারণ করে দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী, রোববার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে।
শনিবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি ও অন্যান্য ছুটি ব্যতিত (রোববার-বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি পুনর্র্নিধারণ করা হয়েছে।