ল নিউজ ২৪ ডট কম: ভারতে আমাদের জাতীয় মাছ ইলিশ রপ্তানি বন্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যলে নোটিশ দিয়েেছেন এক আইনজীবী। রোববার ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো: মাহমুদুল হাসান এ নোটিশ পাঠান।
বানিজ্য মন্ত্রনালয়, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়, পররাষ্ট্র মন্ত্রনালয়, বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানকে নোটিশ পাঠানো হয়েছে।
লিগ্যাল নোটিশ পাওয়ার সাতদিনের মধ্যে ভারতে ইলিশ রপ্তানি স্থায়ীভাবে বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় উক্ত বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে নোটিশে উল্লেখ করা হয়।