এম রিয়াজ উদ্দিন, লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) অনামিকা নজরুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা-০৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) এমরান মাহমুদ ডালিম, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন , মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম , ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা মিয়া, প্রেসক্লাব সভাপতি মো. রুহুল আমিনসহ আরও অনেক ।
সভায় বক্তারা উপজেলার উন্নয়ন মূলক কর্মকান্ড ও সমস্যা সমাধান বিষয়ক দিক সমূহ তুলে ধরেন। এ সময় উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান,শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।