গাজীপুরে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি গ্রেফতার

সম্পাদকীয় 3 weeks ago প্রচ্ছদ

গোপন তথ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজ ওরফে বকুল ওরফে দাদা ভাই (৫৫) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


রোববার (৬ আগস্ট) দুপুরে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে একই দিন ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার সবুজের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা ‍উপজেলায়।


সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেফতার সবুজের বিরুদ্ধে পাবনা জেলার বেড়া থানায় ২০০৯ সালে একটি হত্যা মামলা হয়েছিল। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১২ সালে রায় দেন। রায়ে সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকেই সবুজ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।


গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব