নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার

সম্পাদকীয় 5 days ago প্রচ্ছদ

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন সদর উপজেলার বিলডুমুরতলা গ্রামের কুবাদ মোল্যার ছেলে আলমগীর মোল্যা আলম (৩৫) এবং হাড়িগড়া গ্রামের আসাম মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩০)।

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ও সঙ্গীয় ফোর্স নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ওসি মো.ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব