রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

সম্পাদকীয় 6 days ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ 

রাজবাড়ীর পাংশায় কাতার প্রবাসীর স্ত্রী রুনা খাতুন (২৯) হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১আগস্ট) রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সব তথ্য জানান, সেই সাথে   হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটনসহ তিনজনকে গ্রেপ্তার করাসহ হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেন।

ওইসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

গত (২০আগস্ট) ভোরে রাজবাড়ীর পাট্টা ইউনিয়নের মুছিদাহ খামারডাঙ্গী গ্রামে কাতার প্রবাসীর বাড়িতে তার স্ত্রীর হাত পা বাধা অবস্থায় মরদেহ পাওয়া যায়। এরপর পাংশা মডেল থানার হত্যা মামলা রুজু হয়।

হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে জেলা পুলিশ ও পাংশা মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। তারপর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হত্যা কান্ডে জড়িত ৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল, রাজবাড়ীর পাট্টা ইউনিয়নের খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে মিলন শেখ (২৭), একই গ্রামের আলম হোসেনের ছেলে তেছেম সরদার (১৬) ও কাজেম জোয়াদ্দারের ছেলে রিয়াজ জোয়াদ্দর (১৫)।


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব