বদলির আদেশকে শাস্তি হিসাবে গন্য করার সুযোগ নাই: আপীল বিভাগ

সম্পাদকীয় 11 months ago প্রচ্ছদ

ল নিউজ ২৪ ডট কম: বদলির আদেশকে শাস্তি হিসাবে গন্য করার সুযোগ নেই বলে ‘অগ্রনী ব্যাংক লিমিটেড বনাম মো: হানিফ শেখ ও অন্যান্য ’ শিরোনামের এক রায়ে আপীল বিভাগ পর্যবেক্ষন দিযেছে।

প্রশাসনিক আপীল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অগ্রনী ব্যাংকের করা লিভ টু আপিল নিস্পত্তি করে এই রায় দেয়া হয়।

আপীল বিভাগের রায়ে বলা হয়, বদলির আদেশকে শাস্তি হিসাবে গন্য করার কোন সুযোগ নেই। এটি একটি প্রশাসনিক আদেশ, যা চ্যালেঞ্জ করা যায় না এবং শাস্তি হিসাবে গন্য করা যায়না।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপীল বিভাগ গত ৩১শে জুলাই এই রায় দেন।৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্ট এর ওয়েব সাইডে গত সপ্তাহে প্রকাশ পায়। রায়টি লিখেছেনআপীর বিবাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব