চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় বাসের চাকার নিচে পড়ে বুলবুল মিয়া (৬০) একজন নিহত হয়েছেন। তিনি মাইজভান্ডার শরিফে যাচ্ছিলেন।
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের চাকার এক্সেল কেটে বুলবুল মিয়ার লাশ উদ্ধার করেন।
বুলবুল মিয়ার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শুক্রবার রাতে নেত্রকোনা থেকে একটি বাসে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার শরিফে যাচ্ছিলেন ৪৫ জন যাত্রী। আজ সকালে বিএমএ গেট এলাকায় পৌঁছালে বাসের একটি চাকা ফেটে যায়। এ কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে থাকা পরিত্যক্ত জাহাজের ভারী যন্ত্রাংশের ওপর আছড়ে পড়ে। এ সময় বাসের দরজায় থাকা বুলবুল মিয়া ছিটকে গিয়ে সড়কের পাশে একটি বড় ইঞ্জিন ও বাসের চাকার এক্সেলের মাঝখানে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ফিরোজ মিয়া বলেন, বুলবুল মিয়ার লাশ এমনভাবে চাপা পড়েছিল যে গাড়ির যন্ত্রাংশ কেটে তা বের করতে হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বলেন, সীতাকুÐের ভাটিয়ারী বিএমএ এলাকায় মহাসড়কের প‚র্ব পাশে জাহাজের ইঞ্জিন বিক্রির অনেক দোকান আছে। ইঞ্জিনগুলো মহাসড়কের পাশেই রাখা থাকে। আজ সকালে সেখানে দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। বাসের অপর যাত্রীরা সুস্থ অবস্থায় অন্য একটি বাসে মাইজভান্ডার শরিফের উদ্দেশে রওনা দিয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হবে।