উৎকোচ (ঘুষ) আদায় ছাড়াও সেবা প্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুনকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, সেবা প্রত্যাশীদের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ ছাড়াও মিথ্যা মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন এবং উৎকোচ (ঘুষ) আদায়ের অভিযোগে সম্প্রতি এএসআই মামুনের বিরুদ্ধে স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তাকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষ বুধবার তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।