বাগেরহাটে অনলাইন জুয়ার মাধ্যমে ই ট্রানজেকশন করে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগে সৈয়দ সোহাগ হোসেন ও শেখ রিপন উদ্দিন নামে দই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়।
বৃহস্পতিবার ( ৮ জুন) দুপুরে বাগেরহাট সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সোহাগ রামপাল উপজেলার বৃচাকশ্রী গ্রামের সৈয়দ মুনতাজ আলীর ছেলে ও রিপন উদ্দিন উপজেলার কুমলাই গ্রামেরশেখ আলী আকবরের ছেলে।
সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু জানান, দীর্ঘদিন যাবৎ অনলাইন জুয়ার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিয়ম বহিরভ‚ত ভাবে ই- ট্রানজেকশন করে বিপুল পরিমান অর্থ লেনদেন করে আসছে অনলাইন জুয়ার একটি চক্র । এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় হাতে নাতে নগদ টাকা, মোবাইল ও কম্পিউটারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান,আমাদের এ অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে বাগেরহাট সিআইডি পুলিশের এসআই (নিঃ) তুষার দেবনাথ বাদী হয়ে রামপাল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।