স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয় কুষ্টিয়া হতে ঢাকা ফেরার সময় রাজবাড়ীর সার্কিট হাউজে যাত্রাবিরতি করেন।
সোমবার (৭আগস্ট) জেলা পুলিশ কর্তৃক সার্কিট হাউজে প্রধান বিচারপতিকে হাউজ গার্ড ও সালামী প্রদান করা হয়।
ওইসময় জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।