মতিঝিলে নটরডেম কলেজের বিপরীতের ফুটপাতে মিলল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের বিপরীত পাশের ফুটপাত থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নামপরিচয় জানা যায়নি।


শনিবার (২২ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে মরদেহ উদ্ধার করা হয়।


মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নয়ন জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাড়ে ছয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


এসআই নয়ন আরও বলেন, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা আমাদের। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


তিনি আরও বলেন, সিআইডিকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নামপরিচয় শনাক্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব