রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন সুইচ গেইটের সামনে থেকে ২০০ গ্রাম হেরোইনসহ মো. সেলিম মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে আব্দুলাহপুর থেকে আশুলিয়াগামী মহাসড়কে সুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
এছাড়া গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) পারভেজ রানা।