ভোলার লালমোহনে দু'জনের মরদেহ উদ্ধার

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

লালমোহন( ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনে পৃথক স্থান থেকে হুমায়ুন কবির নামে এক যুবক ও নোমান নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১৯ জুলাই)দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মোবারক আলী বিশ্বাস বাড়ির নিজ বসতঘর থেকে মৃত হারুন রশীদ এর ছেলে হুমায়ুন কবির(৪৫) এর মরদেহ উদ্ধার করা হয়।  সে এক ছেলে ও এক মেয়ের জনক।


পারিবারিক সূত্রে জানা যায় , প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন কবির। তার স্ত্রী জানান, অামার স্বামী মানসিক  অসুস্থ হওয়ায় অালাদা কক্ষে ঘুমাতেন বুধবার সকাল ৮ টায় স্বামীর কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করে, কোনও শব্দ না পাওয়ায় ঘরের টিনের ফাঁকা দিয়ে ভিতরে তাকিয়ে দেখি  ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলছে । পরে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানায় খবর দেন বলেও জানান স্ত্রী নার্গিস বেগম। 


অপরদিকে বুধবার সকালে নোমান নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নোমান উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার মো. আব্দুল বেপারীর ছেলে। নোমানের পরিবারের বরাতে পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক বিষয় নিয়ে নোমানকে বকা দেয় তার বড় ভাই । এতে অভিমান করে ওইদিন দুপুরে বিষপান করেন সে। পরে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান নোমান।


লালমোহন থানার এসআই আউওয়াল বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ভোলায় প্রেরণ করা হয়েছে। পৃথক দুটি ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব