রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী ফ্লাইওভারে বাসের ধাক্কায় পারভিন সুলতানা নামে এক নারী আইনজীবী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় সাখাওয়াত হোসেন হিমেল নামে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রবিবার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
পারভিন সুলতানাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ফরিদ জানান, ‘আমার বোন তার সহকর্মীর সঙ্গে মোটরসাইকেল করে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় দ্রæতগামী একটি বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আমার বোন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ‘আমাদের বাসা স‚ত্রাপুরের কাগজীটোলায়। আমার বোন সুপ্রিমকোর্টের মহিলা আইনজীবী ছিলেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাস জব্দ করা হয়েছে ও চালককে যাত্রাবাড়ী থানায় আটক করা হয়েছে।