স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে এককেজি গাঁজা, একশত দশ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ষোল হাজার ছয়শত ত্রিশ টাকাসহ গ্রেপ্তার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (৪জুলাই) সকালে রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম আলাদীপুর থেকে গাঁজা, ইয়াবা, মাদক বিক্রির টাকাসহ আপন দুইভাইকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হল রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আলাদীপুর গ্রামের মোজাহার শেখের ছেলে মোঃ মোশারফ শেখ (৩৪) ও মো: রাকিব শেখ(৩১)।
গ্রেফতার আপন দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে ।