বান্দরবানের লামায় রাতের আধাঁরে মোটরসাইকেল যোগে পাচারকালে তক্ষক সহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ছয় মাইল নামক স্থানে সড়কের উপর তক্ষক সহ হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাহাদের হেফাজত হতে ১টি তক্ষক উদ্ধার ও পাচারকাজে ব্যবহৃত একটি ইয়ামাহা ফেজার মডেলের মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃত তক্ষক ব্যবসায়ীরা হল, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাদ্রাসা পাড়ার নুরুল হুদা ও শামসু নাহার এর ছেলে মোঃ কুতুব উদ্দীন (৪২) এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত মোহাম্মদ পেটান ও সুরা খাতুন এর ছেলে মোঃ নাজিম উদ্দিন (৪৫)।
লামা থানা পুলিশের এসআই ও মামলার বাদী মোঃ সাজ্জাদ চৌধুরী বলেন, লামা-চকরিয়া সড়কে কিলো নাইট ডিউটিরত অবস্থায় রবিবার দিবাগত রাত সাড়ে ১১টায় ফাঁসিয়াখালী ছয় মাইল নামক স্থানে পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল থামার জন্য সংকেত দিই।
মোঃ নাজিম উদ্দিন মোটরসাইকেল চালাচ্ছিল। মোটরসাইকেলটি থামলে মোটর সাইকেলের পিছনে বসা আসামী মোঃ কুতুব
উদ্দীন (৪২) এর হাতে থাকা একটি প্লাষ্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ব্যাগে রক্ষিত ১টি বন্যপ্রাণী তক্ষক পাই। তক্ষকটি লেজসহ লম্বা অনুমান ১২ইঞ্চি, যার ৪টি পা আছে এবং পা গুলো দেখতে মুরগীর পায়ের মত। যার আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা বলে জানায় তারা। অতঃপর বন্যপ্রাণী তক্ষক ও পরিবহন কাজে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করি ও আসামীদের কর্তৃক ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এই বিষয়ে বন্যপ্রাণী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৯/৪১ ধারায় মামলা নেয়া হয়েছে। আসামীদের সোমবার সকালে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।